আভা ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬টি পদে ১১৪ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন আপনিও। প্রজেক্টর অপারেটর পদে একজন নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সারেং বা লঞ্চ ড্রাইভার হিসেবে তিনজনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে। দ্বিতীয় শ্রেণির অভ্যন্তরীণ নৌযান চালনার যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকতে হবে।
হিসাব করণিক হিসেবে জনবল নেয়া হবে একজন। চাকরিপ্রত্যাশীদেরকে এইচএসসি/সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন আনসার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
চারজন নেয়া হবে ক্যাশিয়ার পদে। চাকরিপ্রত্যাশীদেরকে এইচএসসি/সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
অফিস সহকারী পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে।
সিইউইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সট্রাক্টর হিসেবে জনবল নেয়া হবে একজনকে। প্রার্থীকে এইচএসসি কিংবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে পাঁচবছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
স্যানিটারি সহকারী হিসেবে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। সিগন্যাল অপারেটর পদে ছয়জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি পাসসহ বেতার যত্ন চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
সূত্রধর হিসেবে নিয়োগ দেয়া হবে দুইজনকে। প্রার্থীকে এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে দুইবছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অস্ত্র প্রশিক্ষক হিসেবে দুইজনের নিয়োগ হবে। চাকরিপ্রত্যাশীদেরকে এসএসসি পাসসহ অস্ত্রাদি চালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পাঁচজনকে নিয়োগ দেয়া হবে ব্যান্ডস ম্যান হিসেবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে। মহিলা ব্যান্ড হিসেবে ৭২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।
লস্কর পদে চারজনকে নেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।
একজনকে নেয়া হবে মালী। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বাবুর্চি হিসেবে তিনজনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
নিরাপত্তা প্রহরী পদে সাতজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.ansarvdp.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০১৮।