রাশিয়া বিশ্বকাপের খেলা যে বলে হচ্ছে, সেটার উপরে প্লাস্টিকের একটা আবরণ দেয়া আছে। যে কারণে গোলকিপারদের বল তালুবন্দি করতে সমস্যায় পড়তে হচ্ছে।
স্পেনের গোলকিপার দি গিয়া বলছিলেন, বলের কোয়ালিটি আরেকটু ভালো হওয়া উচিৎ ছিল। বিশ্বকাপের মতো বড় আসরে এমন বল সিলেক্ট করা ঠিক হয়নি। বলটা গ্রিপ করতে প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে। বিশেষ করে জোরালো শটগুলো তালুন্দি করতে বেশি সমস্যা হচ্ছে।
স্পেনের এই গোলকিপার আরও বলেন, এই বল নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করেও লাভ হবে না। কারণ, বলের উপরে প্লাস্টিকের আচ্ছাদন থাকায় সেটা গ্রিপ করা সহজ নয়।
একই সুরে কথা বলছেন জার্মানির গোলকিপার তের স্তেগেন। তিনি বলেন, বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেটা প্রচণ্ড সুইং করছে। সব থেকে সমস্যা হচ্ছে বল গ্রিপ করতে।
১৯৭০ সালের বিশ্বকাপে যে ‘টেলস্টার’ নামের বলে খেলা হয়েছিল এবারও সেই সাদা-কালো বলে খেলা হচ্ছে।
উৎস
যুগান্তর