পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ১০০ বোতল ফেনসিডিল ও ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ তাকে আটক করে র্যাব-৫ এর একটি দল।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে লিটন মিয়া (২৯)
এসময় তাকে তল্লাসি কারে ফেনসিডিল, গাঁজা, নগদ টাকা, মোবাইল সিমসহ ব্যাটারি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়।
শনিবার বেলা ১২ টার সময় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পে থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব- জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে র্যাব-৫ এর একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল, ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, মাদক ব্যবসায় ব্যবহীত ৫ হাজার, ১১৭ টাকা, একটি মোবাইল ফোন, ২ টি সিম কার্ড ও একটি অটোরিক্সাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।