পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় প্রসাশনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় প্রসাশনের উপস্থিতি টের পেয়ে বর যাত্রী পালিয়ে গেলেও বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবা মাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গন্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুচলেকা আদায় করে মুক্তি দেয়া হয়েছে।
উপজেলা প্রসাশন সুত্রে জানা গেছে, মঙ্গলাবর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রামের মইদুল ইসলামের অষ্টম শ্রেনীতে পড়ুয়া মেয়ে মহুয়া আক্তার নুপুরের সাথে নাটোরের আলী আজম খানের ছেলে নুরুজ্জামান আহম্মেদ ওরুফে নাদিম (২৫) এর সঙ্গে বাল্যবিয়ের আয়োজন হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার জাহিদ হাসান সিদ্দিকী পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও বর পক্ষ পালিয়ে গেলেও কনে সহ কনের বাবা মা কে আটক করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী বলেন, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায় পরে বিয়ের কনে তার বাবা মা কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কনের বাবা মা ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত তাদের মেয়ের বিয়ে দেবে না এমন মুচলেকা দেয়ায় আটককৃত সকলকে ছেড়ে দেয়া হয়েছে।
সি/এন