নিজস্ব প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহীর আওতায় বাস্তবায়িত জরুরি আপদকালীন বিভিন্ন প্রকল্পের বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদার কল্যাণ পরিষদ।
বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সকল ঠিকাদাররা অংশ নেন।
মানববন্ধনে ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনকালীন পদ্মা নদী রক্ষায় সবার আগে ছুটে যান ঠিকাদাররা। তবে বছরের পর বছর বকেয়া অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হয় না। গত তিন বছর ধরে আপনকালীন কাজের বকেয়া পড়েছে ১৩ কোটি টাকা।
এছাড়াও রাজশাহীতে ৩৫০ কোটি ও চাঁপাইনবাবগঞ্জে ৩০০ কোটি টাকার প্রকল্পের অর্থ বকেয়া রয়েছে। এ নিয়ে ঠিকাদারারা বারবার সংশ্লিষ্ট দফতরে দেনদরবার করেও কোনো সুরাহা হয়নি। দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড়া না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন ঠিকাদাররা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহবায়ক জামাত খান, উপদেষ্টা তপন সেন, সিনিয়র ঠিকাদার খন্দকার হাসান কবীর, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রণি, ঠিকাদার কে এম জুবায়েদ।