আভা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সেরা তারকা কে? তারকার খাতিরে বিবেচনা করলে অবশ্যই নেইমার। কিন্তু যদি পারফর্ম বিচারে দেখা হয় তবে নেইমারকে ছাড়িয়ে গেছেন কৌতিনহো। ব্রাজিল দলের বাহক তিনি। ব্রাজিল কোচ তিতে তো বলেই দিয়েছেন, ব্রাজিলকে টেনে নিয়ে যাচ্ছেন দলটির মিডফিল্ডার কৌতিনহো।
এর আগে ব্রাজিলের ফরোয়ার্ড রিকার্ডো কাকা বলেন, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নায়ক নেইমার নন, কৌতিনহো। বার্সেলোনায় খেলা কৌতিনহো তা প্রমাণও করেছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে সমতার ম্যাচে তিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়ে দলকে প্রথম লিড এনে দেন।
এরপর কোস্টারিকার বিপক্ষে ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে এগিয়ে নেন কৌতিনহো। তার ওই গোলে এবং শেষ বাঁশি বাজার আগে নেইমারের গোলে ২-০ ব্যবধানের জয় পায় ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে অবশ্য কৌতিনহো গোল পাননি। কিন্তু তবুও বসে গেছেন পেলের পাশে। কারণ পাউলিনহোর করা প্রথম গোলটির যোগান দেন কৌতিনহো।
১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে গোল করে ও গোলে সহায়তা করে এক কীর্তি গড়েন। এরপর আর কোন ব্রাজিলিয়ান ফুটবলার বিশ্বকাপে পেলে কিংবা কৌতিনহোর মতো কাজটি করে দেখাতে পারেননি। পেলে ওই বিশ্বকাপে শুরুর তিন ম্যাচেই গোল করে নয়তো গোলে অবদান রেখে দলকে এগিয়ে নেন।
সমকাল