নন্দীগ্রাম প্রতিনিধি :পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম ২৫০ জন ভ্যান চালক,রিক্সা চালক ও দিন মজুরদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ও সহকারী(ভূমি) কর্মকর্তা মোঃ রোহান সরকার।
সোমবার (১৭ জুন) উপজেলার পৌরসভার নামুইট মোড়,ওমরপুর,বৈলগ্রাম গোছন বাজারের এই উপহার বিতরণ করা হয়।
অসহায় লোকজন গরুর মাংস পেয়ে বলেন, আমরা কখনো ভাবিনি গরুর মাংস এভাবে পাব। ইউএনও স্যার আমাদের গোসত দিয়ে অনেক উপকার করেছেন। পরিবারের সবাই মিলে এই মাংস ভাগাভাগি করে মনের তৃপ্তি ভরে খেয়ে দোয়া করবো।
ভ্যান চালক,রিক্সা চালক ও দিন মজুরদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন,আমরা অসহায় মানুষের জন্য এই গুরুর মাংস দেওয়ার ব্যবস্থা করেছি।পবিত্র ঈদ উপলক্ষে যেন সবাই সেই আনন্দ উপভোগ করতে পারে যার জন্যই বিভিন্ন পয়েন্ট ঘুরে মাংস বিতরণ করা হয়।