নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) হাসপাতালে মাসিক সমন্বয় সভায় ডাক্তার, নার্স এবং স্টাফদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং কুন্দারহাট যাত্রী ছাউনিতে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে থাকা সাবেক প্রধান শিক্ষক ও সাবেক দাপুটে রাজনীতিবিদ মোঃ আব্দুর রশিদ শেখ কে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দেখতে এসে তার সার্বিক খোঁজ খবর নিয়ে আর্থিক সহযোগিতাসহ অন্যান্য সামগ্রী প্রদান করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, (নন্দীগ্রাম-কাহালু) ৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ঐ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাঃ তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসেম, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।