নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গত ২৭শে নভেম্বর (বুধবার) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল করিম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম সরদার, সহ-সভাপতি আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধীবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত সভায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।