নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ১লা সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় উপজেলার রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজমেরী জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক শ্রী দেব দুলালের অপসারণ চেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা যায় অত্র প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে নানাবিধ অনিয়ম ও দূর্নীতি করে আসছে। তাদের বিরুদ্ধে পুকুর খনন, জমি পত্তনীর টাকা, শ্রেণিকক্ষ এনজিওর নিকট ভাড়া দেওয়া, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের হয়রানী, প্রাইভেট পড়তে বাধ্য করা, ক্লাশ ফাঁকী দেওয়া, অতিরিক্ত মাসিক ফি, পরীক্ষা ফি ও এসএসসির ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়সহ অর্থ আত্নসাৎ এবং নানা প্রকার অনিয়মের অভিযোগ রয়েছে।
পরে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি বরাবরে লিখিত অভিযোগপত্র দাখিল করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি হুমায়ুন কবিবের সাথে কথা বললে তিনি বলেন উক্ত বিদ্যালয় সম্পর্কিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।