নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে এক কেজি ১০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে তালিকাভূক্ত মাদক কারবারি নারীসহ দুইজনকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজার এলাকার একটি ফার্মেসী দোকানের সামনে শেরপুর-নন্দীগ্রাম সড়কের ওপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি এলাকার মৃত অভির উদ্দিনের ছেলে আকতার হোসেন (২৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাপোশী মেলা এলাকার ছাব্বির হোসেনের স্ত্রী রনি বেগম (২১)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, গ্রেপ্তার মাদক কারবারি আকতার হোসেনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। নারী মাদক কারবারি রনি বেগমের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানার মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।