নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: “জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে” একযোগে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ ই মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় নির্বাচন অফিস চত্বরে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বাবু হকের নেতৃত্বে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচী শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।
উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর রায়হান আলী, সামছুর রহমান এবং অফিসের অন্যান্য কর্মচারীসহ আরো অনেকেই।
গত ১১ই মার্চ (বুধবার) ঢাকা নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই ঘোষণা দেন।
এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মোঃ বাবু হক বলেন, বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তবর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য। তিনি আরও বলেন, গত ৫ মার্চ এনআইডি এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল, সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ (বৃহস্পতিবার) ‘Stand for NID’ কর্মসূচিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছি। সারা দেশে সব নির্বাচন কমিশনের কার্যালয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে কেন্দ্রে থেকে যে ঘোষণা আসবে তা আমরা পালন করবো।