নন্দীগ্রাম প্রতিনিধি:আব্দুল বারি।
বগুড়ার নন্দীগ্রামে দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফ্রেন্ডস ব্লাড ডনার ক্লাবের উদ্যোগে উপজেলার কুন্দারহাট পুরাতন পুলিশ ফাঁড়ি চত্বরে আর্থিকভাবে অসচ্ছল দুই শতাধিক মানুষের মাঝে সেমাই বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তসকাল পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আব্দুল বারীক, সাপ্তাহিক তাজা খবরের বার্তা সম্পাদক ও ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক এম নজরুল ইসলাম, থানার এসআই চাঁন মিয়া, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন কুমার নিতাই, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার প্রেসিডেন্ট এম, আর জামান রাসেল, নন্দীগ্রাম ফ্রেন্ডস ব্লাড ডনার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক নুরনবী শাওন, ক্যাশিয়ার মনিরুজ্জামানসহ ক্লাবের সদস্যবৃন্দ।