নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতায় ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদের হলরুমে অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফরিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শরিফুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, হিসাব সহকারী সোহেল রানা, ইউপি সদস্য মোক্তাছুর রহমান তোতা, জুয়েল রানা, শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাহী সুলতানা রেমী, পলি আক্তার, আঞ্জুয়ারা, কুমিড়া পন্ডিতপুকুর বাজার মসজিদের পেশ ঈমাম আবু নাঈম প্রমুখ।
গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।