নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ১০ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শহীদ মীর মুগ্ধ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে গণ-সমাবেশে বক্তারা এসব দাবি করেন।
নন্দীগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আবু তালহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল মতিন, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বগুড়া জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শাহজালাল (নিয়ামতপুরী), বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা শাখারা যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব হোসেন, নন্দীগ্রাম উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ কৌতুক উদ্দিন, আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দ।