নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকাল ৮টায় দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেল ৪ টায় বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেয়র আনিছুর রহমানের সঞ্চনালয় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শফি উদ্দিন, সরফুল হক, শামীম শেখ, যুগ্ম-সম্পাদক মুকুল মিঞা, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, সানোয়ার হোসেন, এফ ফারুক কামাল, আনিছুর রহমান আলো, মোরশেদুল বারী, মখলেছুর রহমান, মোজাম্মেল হক, নিকুঞ্জু বর্মন, কালিপদ রায়, গোলাম মোস্তফা গামা, মিজানুর রহমান, গাওছুল বারী, উপজেলা স্বে”ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আরাফাত রহমান, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ, আবু রায়হান প্রমূখ।