নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নন্দীগ্রাম শাখার উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১লা মে (বৃহস্পতিবার) বেলা ১১টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সুজন হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্ছু, গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত, উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, উপজেলা ট্রাক-মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহিন, যুগ্ম-আহবায়ক আরিফুল হক মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, উপজেলা তাঁতীদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদ ফেরদৌস আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী। ঐ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সাধারন সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ, প্রচার সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ দুলাল হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সড়ক সম্পাদক ফেরদৌস আলী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, কার্য নির্বাহী সদস্য হাসান ফারুক, সোহেল রানা, জাহিদুল ইসলাম প্রমুখ।