বিরাট-অনুষ্কার জীবনে এল এক নতুন অতিথি। আর সেই ছোট্ট মিষ্টি অতিথিকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুলু।
বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার রসায়ন নিয়ে এমনিতেই সবাই মুগ্ধ। আর এই নতুন অতিথির আগমনে বিরুষ্কা যেন আরও মিষ্টি! এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অধৈর্য হতে পারেন। জানতে চাইবেন কে এই নতুন অতিথি? এই নতুন অতিথি হল এক ছোট্ট সারমেয় ছানা।
এই সেই সারমেয় ছানা। ছবি— বিরাটের ইনস্টাগ্রাম
রবিবার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অনুষ্কা ও বিরাট। ছবিতে দেখা যাচ্ছে বিরুষ্কার কোলে আল্হাদিত সেই সারমেয় ছানা। আর তাকে দেখে হাসিতে ফেটে পড়ছেন বিরুষ্কা। সারমেয়টিকে দেখতে এক্কেবারে ছোট ভালুক ছানার মতো।
তবে এই অতিথি বিরুষ্কার জীবনে পাকাপাকি জায়গা করে নিয়েছে কি না, তা জানা যায়নি। যদিও এই প্রথম নয়। অনুষ্কা শর্মার পোষ্য প্রেমের কথা অনেকেরই জানা। এর আগেও নিজের পোষ্যের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। এবার বিরাটও যোগ হলেন অনুষ্কার সঙ্গে।
অনলাইন কালেকশন