আভা ডেস্কঃ সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন বলিউড তারকা রণবীর সিং। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
রণবীর ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতিতে আঘাত করেছেন’ এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে এফআইআর করে এক এনজিও কর্মকর্তা।
সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রণবীরকে তলব করেছিল মুম্বাই পুলিশ। ২২ আগস্ট তাকে হাজির হওয়ার জন্য সমন দেয়া হয়েছিল, কিন্তু সে সময় পেশাগত ব্যস্ততা ও শহর থেকে বাইরে থাকার কারণে নির্দিষ্ট সময়ে হাজির হতে পারেন নি। অবশেষে সোমবার সকালে থানায় হাজির হন তিনি।
ই-টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নগ্ন ফটোশুট নিয়ে অভিনেতার রেকর্ডও বয়ান করেছে পুলিশ।
মুম্বাই পুলিশের ঘনিষ্ঠ জানিয়েছে, রণবীর তার বয়ানে জানিয়েছেন বিতর্কিত ছবিগুলো তিনি আপলোড করেননি। অভিনেতা আরও বলেছেন, তিনি বুঝতে পারেননি যে এই ফটোশুট তার জন্য সমস্যা সৃষ্টি করবে।
এক এনজিও কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই চেম্বুর থানায় গত ২৬ জুলাই অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের বিধান অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।
পেপার ম্যাগাজিনের জন্য শুট করা সেই ছবিগুলো গত ২১ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।