৪টি বছর ঘুরে আবার এলো সেই বিশ্বকাপ ফুটবল। আর মাত্র একদিন পরেই সেই বিশ্বকাপ ফুটবল খেলাটি অনুষ্ঠত হতে যাচ্ছে রাশিয়াতে। এই খেলাটিকে ঘিরে আনন্দের শেষ নেই বংলাদেশেও। সাধারনত বাংলাদেশে দুইটি দলের সমর্থন বেশি এর মধ্যে একটি হলো ব্রাজিল আর অপরটি হলো আর্জেন্টিনা। তবে গতবারের চেয়ে ব্রাজিল ও আজেন্টিনার এই দুটি বড়দলের সমর্থক দের ভিতরে অনেকেই এবার বিভিন্ন দলের সমর্থন নিয়েছে বলে জানাগেছে।
আর ওই বিশ্বকাপ ফুটবল খেলাটিকে ঘিরে সারা বিশ্বের মত বাংলাদেশেও বেশ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা। আর এই খেলাকে ঘিরে সারা দেশের মত রাজশাহী নগর জুড়ে বইতে শুরু করেছে ব্যপক আনন্দ উচ্ছ্বাস ।
ইতি মধ্যে বিভিন্ন বাসা বাড়ীর ছাদে,বাড়ীর আঙ্গীনায়, ব্যবসা প্রতিষ্ঠানে, গাছের ডালে ও বিভিন্ন যানবাহন সহ দেখা দিয়েছে বিভিন্ন দলের সমর্থনের রং রে রংঙ্গের বিভিন্ন দেশের পতাকা। সেজে গেছে পুরো নগর জুড়ে হলুদ, লাল, নিল,বেগুনী,সাদা ও সুবজসহ বিভিন্ন রংঙ্গের পতাকা। এদিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ইতি মধ্যে নানান প্রস্তুতি গ্রহন করছেন এই নগরবাসি ফুটবল প্রেমিকেরা। ইতিমধ্যে বড় পর্দায় খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করতে শুরু করেছেন বড় পর্দার প্রজেক্টর। আর দলবেধে খেলা দেখার জন্য নিদৃষ্টি স্থান প্রায় সম্পর্ন করে ফেলেছেন এসকল ফুটবল প্রেমিকেরা।
এবার গত বিশ্বকাপ ফুটবল খেলা দেখার চেয়ে অনেক বেশি আনন্দের সাথে খেলাগুলো উপভোগ করবেন এই নগরবাসি ফুটবল ভক্তরা বলে জানাগেছে। এদিকে ঘরে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বিভিন্ন ইলেকট্রোনিক্স টিভি শোরুম গুলোতে দেখা দিয়েছে টিভি কিনার ধুম। অনেকে পুরোন টিভি বাদ দিয়ে নতুন টিভি কিনছেন সেই আকাংখিত ফুটবল খেলা দেখার জন্য ফুটবল প্রেমিকরা।
রাজশাহী জেলার ক্রিয়া সম্পাদক জানান প্রতিবছরের ন্যায় এবারো তার কোন ব্যাতিক্রম হবে না। তবে এবার একসাথে সবাই মিলে বড় পর্দায় খেলা গুলো উপভোগ করবো বলে মনে করছি। এছাড়াও গতবারে তুলনায় এবার তিনি বিশ্বকাপ খেলা দেখার জন্য বেশ কয়েকটি বড়পর্দার ব্যবস্থায় সহ নানান প্রত্তুতি নিয়েছেন তিনি।