আভা ডেস্ক, রাজশাহী :
নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নৌকার বিজয় নিয়ে চিন্তার কারণ নেই। নগরবাসি বুঝতে পেরেছে। বর্তমান মেয়রকে ভোট দিলে উন্নয়ন সম্ভব না। পাঁচ বছরে নগরীতে চোখে পড়ার মতো উন্নয়নের কাজ করতে পরেনি তিনি। তিনি নগরবাসিদের নাগরিক সেবা থেকে বঞ্চিত করেছে বুলবুল।
মঙ্গলবার বিকেলে ১৪ নম্বর ওয়ার্ড পূর্ব ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে সকলকে নৌকার বিজয়ে এক হয়ে কাজ করতে হবে। ওয়ার্ডগুলোর নেতাকর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। সাধারণ মানুষকে বুঝাতে হবে লিটন রাসিকের মেয়র থাকাকালে কি কি উন্নয়নের কাজ হয়েছে। আগামীতে নগরীতে কি ধরনের উন্নয়নের কাজ হবে। তাদের ছেলে-মেয়েদের রাজশাহীতেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী। পরে ১৪ নম্বর ওয়ার্ড পূর্ব ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ১৪ নম্বর ওয়ার্ড পূর্ব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতী। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক তৌকির উদ্দীন খালেক, এসময় উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড পূর্ব ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহসানুল রহমান, যুগ্মসম্পাদক রওশন আলী বুলবুল, বোয়ালিয়া থানা যুবলীগের যুগ্মসম্পাদক ইউসুফ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিটার, ১৪ নম্বর পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনার হোসেন আনার।
সিল্কসিটি নিউজ