নিজস্ব প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোঃ শরীফুজ্জামান শরীফকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ৪টায় দুর্গাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাবলু সরকার সা.সম্পাদক রাজশাহী মহানগর আ.লীগ, দুর্গাপুর পৌর আ.লীগের সা.সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরীফুজ্জামান শরীফ,ডা.চিন্ময় কান্তি দাস স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা আ.লীগ, একে. এম. আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আ.লীগ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, পুঠিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সামাদ, বাগমারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট জাকিরুল ইসলাম সান্টু।
আরো উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ওবায়দা মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জামিলুর রহমান পুট্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আজাহার আলী, সাজেদুর রহমান মিঠু মেয়র দুর্গাপুর পৌরসভা,বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার সভাপতি মোঃ ওমর ফারুক। উপজেলা ভাইস চেয়ারম্যান কাদের মন্ডল, সাবেক উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন,নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁন, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক নাজমুস সাহাদত নজুমসহ,ছত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সহ উপজেলা,পৌরসাভা সহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গনমাধ্যমকর্মী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি বলেন, দুর্গাপুরের মানুষের জন্য নিজের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাশে থাকবো। উপজেলাবাসীকে সংগঠিত করে সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়নের সরকারকে সমর্থন দিয়ে দেশে সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে।
আসুন সকলের অধিকার রক্ষায় সকলেই কাজ করি। আ.লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে উপজেলাবাসীকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরীফুজ্জামান শরীফ দেশের অভাবনীয় উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে বলেন, বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে রোল মডেল এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা তার প্রচন্ড দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের সর্বোচ্চ জনসমর্থন নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ, আগামীতে দুর্গাপুর উপজেলা পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন। উপজেলার উন্নয়নের মাধ্যমে আমি সেই ঋণ পরিশোধ করতে চাই।
উল্লেখ্য,গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মো. শরীফুজ্জামান শরীফ তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল মজিদ সরদারকে ১৪ হাজার ৭ শত ৮১ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন।