নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর হযরত শাহ মখদুম (রা:) ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল আটটায় এখানে নামাজ আদায় করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপি সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
এছাড়া নগরী ও জেলার শতাধিক ঈদ মাঠে শান্তিপূর্নভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নামাজ শেষে মাদক ও জঙ্গিবাদ প্রতিহত করে দেশের শান্তি ও উন্নয়ন বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।