ত্রিকোণ প্রেমের জেরে বৌদিকে খুন করে খাদানে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত দেওরকে গ্রেফতার করেছে পুলিস।
জামুড়িয়ার নিউ সাতগ্রামের বাসিন্দা সরিতা দেবী। গত ২৫ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে, তাঁর দেওর ছোটু যাদবের হাত থাকতে পারে বলে সন্দেহ করেন সরিতার বাবা। এরপরই সরিতার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ছোটু যাদবকে।
পুলিসি জেরার মুখে ভেঙে পড়ে ছোটু। জেরায় বৌদিকে খুনের কথা কবুল করে নেয় সে। শুধু তাই নয়, জেরায় ছোটু আরও জানায় খুনের পর সরিতার দেহ সে একটি পরিত্যক্ত খাদানে ফেলে দিয়েছিল। এদিন সকালে পুলিসকে নিয়ে গিয়ে সেই খাদান চিনিয়ে দেয় ছোটু।
প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। সম্ভবত, দেওরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সরিতা দেবী। কিন্তু কোনও কারণে মনোমালিন্য হওয়ায় তাঁকে খুন করে ছোটু। যদিও এখনও দেহটি উদ্ধার হয়নি। পুলিস মাটি খুঁড়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।