নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তাহেরপুর ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ শে জানুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় ডিগ্রি কলেজ চত্বরে সংবর্ধনা প্রদান করা হয়।
তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম জিয়া উদ্দিন টিপু’র সভাপতিত্বে ও প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমার আসনের নির্বাচিত সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজশাহী জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন সভাপতি এ্যাড.ইব্রাহিম হোসেন,জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু,স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাবি’র বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড.পিএম শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, তাহেরপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোবারক হোসেন, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,
গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, যোগিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।