মমিনুল ইসলাম মুন, তানোর রাজশাহীঃ রাজশাহীর তানোরে মুজিববর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন প্রজাতির গাছের প্রায় ২১ হাজার চারা বিতরণ করা হয়েছে। জানা গেছে, বাঙালী জাতির জনক ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ এবং কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে মুজিববর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান এবং গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান সামনে রেখে তানোরে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন ও চারা বিতরণ করা হয়েছে।
চলতি বছরের ১৬ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সাংসদের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলা চত্ত্বরে স্বাস্থ্য সুরক্ষা, ও সামাজিক দুরুত্ব বজায় রেখে ফলজ,বনজ ঔষুধি গাছের চারা রোপণ করে কর্মসুচির উদ্বোধন করেন।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রায় ২১ হাজার চারা বিতরণ করা হয়।
এ সময উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন,তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কলমা ইউপি ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় উপস্থিতদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান ময়না বলেন, পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, একটি ছোট্ট গাছ একদিন হয়ে উঠবে আপনার বিশাল সম্পদ। তাই আপনার বাড়ির আশপাশে পড়ে থাকা ফাঁকা জায়গা জমির চারপাশে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করার পাশাপাশি অন্যদের উৎসাহিত করুন।