আভা ডেস্ক: মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১১৪৮টি ইয়াবা বড়ি, ৫৬১ গ্রাম হেরোইনের ১ হাজার ৫৪০টি পুরিয়া, ৮৪ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল ও ২৯৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করা হয়েছে।
সারা দেশে এখন মাদকবিরোধী অভিযান চলছে। অভিযান চলাকালে গত ২২ দিনে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ১৩৩ জন মাদক ব্যবসায়ী নিহত হলেন। তাঁদের মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭০ জন এবং র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৪ জন নিহত হয়েছেন। অর্থাৎ, এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০৪। বাকি ২৯ জন মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
প্রথম আলো