ট্রফি পেতে হবে এমন কোনো কথা নেই! এমনকি বিশ্বকাপ ছিনিয়ে নেয়ারও দরকার নেই। শুধু করতে হবে একটা গোল! আর তা করলেই প্রকাশ্যে নিজের পোশাক খুলে ফেলবেন তিনি।
তার নাম নিশু কাউটি। পেরুর সুপার মডেল। দেশের ফুটবল দলের সবারই বান্ধবী তিনি। দলকে তাতাতে তার খোলাখুলি প্রস্তাব। গোল কর আর আমার বুক দেখ! তবে পেরুর মডেল হওয়াতে দলের সমর্থন হলেও নেইমারকে ভালোবাসেন নিশু! তার সঙ্গে একাধিক ছবিও রয়েছে তার।
বিশ্বকাপের সময়ে এমন ঘটনা কিংবা প্রস্তাব নতুন কিছু নয়! ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় হল্যান্ডের এক পর্নঅভিনেত্রী ঘোষণা করেছিলেন, দেশ চ্যাম্পিয়ন হলে প্রত্যেক ফুটবলারের রাত কাটাবেন তিনি।
শুধু তাই নয়, ভারতীয় দলের জন্য পোশাক খোলা থেকে আরও নানারকম প্রস্তাব ছুড়ে দিয়েছিলেন পুনম পাণ্ডে।
তবে নিশুর ছোট একটা দাবি, তার কোনো বিশ্বকাপের দরকার নেই। এমনকি সেমিফাইনালে যাওয়ারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল। পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি হাওয়ায় ওড়াবেন পোশাক।
নিজের ঘোষণা বাস্তবায়ন করতে ডেনমার্কের বিরুদ্ধে গ্যালারিতে ছিলেন তিনি। তবে পোশাক খোলার অবকাশ পাননি নিশু। পেনাল্টি পেয়েও তা মহাশূন্যে উড়িয়ে দিয়েছেন কুয়েভা। পেরুও হেরেছে প্রথম ম্যাচে।
অবশ্য আরও অন্তত দুই ম্যাচ পাচ্ছেন তিনি। ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ দুই ম্যাচ খেলবে পেরু। এই দুই ম্যাচেও ফুটবলারদের অনুপ্রেরণা দিতে নিশু গ্যালারিতে থাকবেন।