নিজস্ব প্রতিবেদক:
টিকিট বন্ধ হওয়ার তিন ঘটনা পরে ফের কাউন্টারে চালু করা হলো টিকিট বিক্রি। এর আগে রাজশাহী রেলস্টেশনে টিকিট বিক্রি ২০ মিনিটের মাথায় টিকিট নাই বলে বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে বিক্ষোভ করে টিকিট প্রত্যাশীরা।
আজ শনিবার সকালে ১৮ জুনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হলে ১৬টি এসি টিকিট ছাড়ার পর কাউন্টার থেকে বলা হয় টিকিট নাই। এর প্রতিবাদে যাত্রী ও তাদের স্বজনরা বিক্ষোভ শুরু করেন।
রাজশাহী স্টেশনে টিকিট দেয়া শুরু ১৫ মিনিটের মধ্যেই জানানো হয় এসির টিকিট শেষ। তখন পর্যন্ত মাত্র ১৬ টি টিকিট ছাড়া হয়। এতে করে টিকিটপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেন। পরে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
টিকিটপ্রত্যাশী আকবর আলী বলেন, ১২ জনকে এসির টিকিট দিয়ে বন্ধ করে দিয়েছে। এরপর বিক্ষোভ শুরু হয়।
অন্যদিকে, টিকিট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলিছে দুই নারীসহ ছয় জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট আনিসুর রহমান। তিনি বলেন, টিকিট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলিছে তাদের আটক করা হয়েছে।