নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাট:
জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় এলাকায় শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা আদায় করতে গিয়ে ট্রাকের ধাক্কায় তসলিম উদ্দিন (৩৫) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১ টার দিকে এ দূঘটনা ঘটে।
নিহত তসলিম উদ্দিন শহরের বিশ^াস পাড়া এলাকার তহসেন উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসাস ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, তসলিম উদ্দিন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য তিনি তৃপ্তির মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা আদায় করছিলেন। এ সময় নওগাঁ গামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।