নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে জামায়াতে ইসলামীর ৩জন সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ বৃহস্পতিবার দিনব্যাপী ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পবা থানার নওহাটা এলাকার মৃত- আব্দুল গনির ছেলে সুজাউদ্দিন (৪২). কাটাখালী থানার হাজরাপুকুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন (৪৬) ও কর্ণহার থানার শরিষা কুড়ি হাটপাড়া এলাকার আব্দুর রহিম (৪৮)।
শুক্রবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার এসআই মোঃ মাহাবুব হাসান এর নেতৃত্বে একটি টিম দিনব্যাপী অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্ন এলাকা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার বিভিন্ন অভিযোগ রয়েছে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।