নিজস্ব প্রতিবেদক:সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর, জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৪টায় নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর বহরমপুর এলাকা থেকে শুরু হয়ে ট্রাকযোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালোপাড়া ভুবনমোহন পার্ক চত্বরের সামনে এসে মিলিত হোন তারা।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, মো: মাইনুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো: হাসেম শেখ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রনেতা এবং রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম খাইরুল বাসায় মিলন, রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মো:রতন, রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো:আনারুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো খোকন আহম্মেদ,
৩নং ওয়ার্ড মহিলাদলের সভানেতী মুরশেদা খানম, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক খাতুনে জান্নাত মিনা, ৩নং ওয়ার্ড সিনিয়র সভাপতি মোসা মিনু, ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোসা শ্যামলি বেগম, ৩নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম সম্পাদিকা মোসা রুবিনা সহ আরোও নেতাকর্মীরা।
পরে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।