নাটোর প্রতিনিধি:
বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের দাবীতে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা শহরের হাফরাস্তা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভকারী শিক্ষার্থী স্টুডেন্টস কেবিনেটের সভাপতি কাওসার আহম্মেদসহ শিক্ষার্থীরা অভিযোগ করে, বিদ্যালয়ের জল নিষ্কাসনের কোন পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই মহাসড়ক থেকে তাদের বিদ্যালয়ে যাবার রাস্তায় এবং বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়। এ ব্যাপারে বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন প্রতিকার তারা পায়নি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে। তারা দ্রুত এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য তিনি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন।
এ ব্যাপারে নাটোর পৌরসভার মেয়র উমা চেীধুরী জলি জানান, হাইরোডে নতুন ড্রেন নির্মানের ফলে পানি নিষ্কাসনের পথ বন্ধ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন করে ড্রেন কেটে অস্থায়ীভাবে পানি নিষ্কাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, বিষয়টি জানার পর তিনি মেয়রের সাথে কথা বলেছেন। তবে হাইরোডে নতুন ড্রেন নির্মানের ফলে সৃষ্ট এ সমস্যা নিরসনে অস্থায়ীভাবে ড্রেণ কেটে জল নিষ্কাসনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি ।