আভা ডেস্ক :বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে জমজমাট লড়াই করে ২-১ গোলে হেরেছে সৌদি আরব। শুক্রবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লেভারকুশনে অনুষ্ঠিত এ ম্যাচে হেরে গেলেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সৌদি। বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়ে জিততে হয়েছে ম্যাচ।
জার্মান ডিফেন্ডার ম্যাটস হোমেলস সৌদি আরবের মোহাম্মদ আল সাহলাউইসের জার্সিতে টেনে ধরে তাকে ফেলে দেয়। রেফারির চোখ ফাঁকি দেয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় জার্মানরা।
রাশিয়ায় যাওয়ার আগে বায়ার লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায় শেষ প্রস্তুতি ম্যাচে জার্মানির সমর্থকরা নিশ্চয়ই ভেবেছিলেন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ তাহলে এত চিন্তার কী আছে? হেসেখেলেই জয় এসে যাবে। কিন্তু না, সৌদি আরব তাদের ছেড়ে কথা বলেনি। ম্যাচের শেষ পর্যন্ত দুর্দান্ত লড়েছে।
শেষ দিকে পেনাল্টি বক্সে গোলকিপারকে একাও পেয়ে গিয়েছিলেন সৌদি স্ট্রাইকার। কিন্তু ফাউলের কারণে শেষ পর্যন্ত গোলের দেখা পাননি। রেফারিও ফাউল ধরেননি। পেনাল্টি বঞ্চিত হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এ দেশটি।
এদিকে নভেম্বরের পর থেকে ৬টি ম্যাচ খেলেছে জার্মানি। এর মধ্যে তিনটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। হেরেছে ব্রাজিল ও অস্ট্রিয়ার কাছে। আজ শুধু জয় পেল তারা। স্বভাবতই চিন্তার ভাজ জোয়াকিম লো’র কপালে।
বিশ্বকাপ ধরে রাখার মিশন নিয়ে এবার রাশিয়ায় যাবে ডাইমানশাফট। এ ম্যাচে ইনজুরির কারণে এ ম্যাচে খেলেননি ওজিল।
এর আগে সৌদি আরব পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে। হুয়ান অ্যান্তোনিও পিজ্জি দায়িত্ব নেয়ার পর থেকেই সেরা ছন্দে আছে ফুটবলাররা। যুগান্তর