আভা ডেস্ক: চার বছরের অপেক্ষার পালা ফুরাল। আবারো পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র। আবারো বিশ্ব মেতে উঠল ফুটবল রোমাঞ্চে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো রাশিয়া বিশ্বকাপ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শুরু উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ইংল্যান্ডের পপ তারকা রবি উইলিয়াম এবং রাশিয়ান অপেরা শিল্পী আইদা গ্যারিফুল্লিনা। তাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ব্রাজিলের দুবারের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো। অনুষ্ঠানের আগে স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী তারকা ইকার ক্যাসিয়াস উঁচিয়ে ধরেন টুর্নামেন্টের ট্রফি।
অনুষ্ঠানের প্রথমেই রাশিয়ান সংস্কৃতিকে তুলে ধরেন ৫০০ নৃত্যশিল্পী। এরপরই বেশ কিছু শিশুকে নিয়ে মাঠে আসেন কিংবদন্তি রোনালদো। এরপর মঞ্চে আগমন ঘটে রবি উইলিয়াম ও গ্যারিফুল্লিনার। দুজন পরিবেশন করেন বেশ কয়েকটি গান। ১৫ মিনিট মঞ্চ মাতান তারা।
এরপর বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন তিনি। সবাইকে বিশ্বকাপে স্বাগত জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হয় ফুটবলের মহাযজ্ঞ।