জটিলতা কেটেও যেন কাটছে না শাকিব খান ও বুবলী অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়ে। পরিচালক সমিতির হস্তক্ষেপে পরিচালক হিসেবে রাশেদ রাহা থাকার বিষয়টি নিশ্চিত করেছে সমিতি সংশ্লিষ্টরা। ছবির নায়ক শাকিব খানও তেমনটাই বলেছেন। ছবি সেন্সর কিংবা মুক্তির সময় রাশেদ রাহার নামই থাকবে বলে জানা গেছে। না হলে তিনি আইনের আশ্রয় নেয়ার হুমকিও দিয়েছেন। অন্যদিকে প্রযোজক সাবিক সনেট বলছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেয়া অন্যায়। কারণ এমনিতেই তিনি রাশেদ রাহা কর্তৃক আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমে এমন কথাই তিনি বলেছেন। আবার আইনের আশ্রয় নিলে রাশেদ রাহাই ঠকবেন বলে জানিয়েছেন সনেট। যদিও শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে শাকিব খান এ ছবির শুটিং শেষ করে দিয়ে নতুন আরও একটি ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। এ ছবির নাম ‘শাহেনশাহ’। নায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে আরও একজন নবাগতা থাকবেন বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। ৩ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। যদিও কোরবানি ঈদের আগে থাইল্যান্ডে নুসরাত ফারিয়াকে নিয়ে এ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।।
Next Post
কণ্ঠশিল্পী হিসেবেও তার পারদর্শিতা আছে চৈতি
শনি সেপ্টে. ১ , ২০১৮
লাক্স সুপারস্টার হয়ে মিডিয়ায় আসেন চৈতি। এরপর থেকে অভিনয়ের কারণেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। নিয়মিত অভিনয়ও করে যাচ্ছেন। তবে কণ্ঠশিল্পী হিসেবেও তার পারদর্শিতা আছে। মিডিয়ায় আসার আগে গান শিখেছেন ছোটবেলা থেকেই। সেই অভিজ্ঞতা দিয়ে এখন গায়িকা হিসেবেও সবার সামনে আসছেন তিনি। ‘রিমেমবারেন্স’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সুরকার ও […]
এই রকম আরও খবর
-
১৯ মার্চ, ২০১৯, ৯:০৪ অপরাহ্ন
বলিউডযাত্রার আলিয়ার সাথে শুরু থেকেই তার সঙ্গী ড্রাইভার সুনীল ও হেলপার আনমল।
-
১৪ জুন, ২০১৮, ৫:৪১ পূর্বাহ্ন
দিনে ফুটবল, রাতে নারী, রংগিন এক যৌন মিলন।
-
২৪ জুলাই, ২০১৮, ৪:১১ পূর্বাহ্ন
ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং নিয়ে তার ব্যস্ততার শেষ নেই।
-
২৫ জুলাই, ২০১৮, ২:৩১ পূর্বাহ্ন
‘গর্বিত বাংলাদেশি’ নামে লাইভ কনসার্ট
-
২৫ জুন, ২০১৮, ৩:১৫ অপরাহ্ন
সম্পর্কের ইতি টানি, ইজাজ।
-
১২ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন
ছেলে আব্রাহাম খান জয়কে যে ১০ লাখ টাকা দেয়ার কথা গণমাধ্যমকে শাকিব বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন অপু বিশ্বাস।