ভোরের আভা ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে সুমনের হাতে খুন হয়েছেন তার বাবা তাজুল ইসলাম (৫৫)।
রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া কামিজ উদ্দিন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার বিকাল ৪টার দিকে বাবা তাজুল ইসলাম হাজীগঞ্জ বাজার থেকে ঘর তৈরির জন্য কাঠ চিড়ে নৌকা নিয়ে বাড়ি ফিরে। এসময় ছেলে সুমন (২৬)একই বাড়ির শুকুর আলম নামে একজনের সঙ্গে ঝাগড়া শুরু করে।
এক পর্যায়ে সুমন ধারালো দা নিয়ে শুকুরকে তাড়া করে। তার গতিরোধ করার চেষ্টা করলে বাবা তাজুল ইসলামকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তার পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যায় ও বাম পা আলাদা হয়ে যায়।
পরে এলাকাবাসী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহা. জাবেদুল ইসলাম বলেন, ঘটনাশুনে ঘটনাস্থলে এস আই জয়নাল আবেদীনকে পাঠিয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, সুমন নিয়মিত মাদক সেবন করত। ঘটনার সময় সে মাদকাসক্ত ছিল। ঘটনার পর পরেই সুমন পালিয়েছে।