নিজস্ব প্রতিবেদক:
চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচরের ঘটনায় মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করা হয়।
এর আগে দুপুর একটার দিকে এ ঘটনা ঘটানো হয়। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি জুয়েল খান এবং সাধারণ সম্পাদক সম্রাট রায়হানের নেতৃত্বে এ ঘটনায় ঘটায় ২০-২৫ জনের একটি ক্যাডার দল। এ নিয়ে কলেজের চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলার অন্য আসামিরা হলো-ছাত্রমৈত্রীর মহানগর শাখার সহ-সভাপতি মারুফ হোসেন, কর্মী ওভি, বাপ্পী, ঐশিক ও ওহি।
বিষয়টি স্বীকার করেছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান। তিনি বলেন, ২০ হাজার টাকা চাঁদার দাবিতে আমার অনুপস্থিতিতে কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর কয়েকজন ক্যাডার। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
অধ্যক্ষ বলেন, গত বুধবার দুপুরে মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী এক ছাত্রসহ আরো কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করবো। তাই ২০ হাজার টাকা দিতে হবে আপনাকে। তাদর এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে আমার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।’
অধ্যক্ষ বলেন, আমি কার্যালয়ে ছিলাম না। তখন ক্লাসে ছিলাম। এসময় তারা এসে ভাঙচুর চালিয়ে চলে গেছে। এদের সাহস অনেক বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, আসামিদের গ্রেপ্তারের ব্যপক তল্লাশি চলছে। তবে তারা সবাই পলাতক আছে।