আভা ডেস্ক: অতিরিক্ত যাত্রীর চাপে যাত্রা শুরুর এক সপ্তাহের মাথায় বিকল হয়ে গ্যারেজে অবস্থান নিয়েছে লালমনি এক্সপ্রেসের ১৪টি সাদা ইরানি কোচ।
বুধবার (১৩ জুন) বিকেলে যাত্রা বন্ধ করে লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল বিভাগের গ্যারেজে চলে যায় এ কোচগুলো।
এর আগে গত বুধবার (৬ জুন) সকাল ১০টায় ৪০ মিনিটে যাত্রী নিয়ে প্রথমবারের মত নতুন যাত্রা শুরু করে লালমনির এক্সপ্রেসের ১৪টি সাদা ইরানি কোচ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদের অতিরিক্ত যাত্রীর চাপে লালমনি এক্সপ্রেসের সাদা ইরানি কোচের এলাম চেইন পাইপ ও কয়েল স্প্রিং ক্যাম্বর বিকল হয়ে গেছে। ফলে ফ্লোরের নিচের ফ্রেমে লেগে যায় স্প্রিং। এতে বিকট শব্দ হয়। যা যাত্রীদের জন্য আতঙ্ক সৃষ্টি করে। অতিরিক্ত লোডের ফলে ট্রেন আটকে যাওয়ার সম্ভবনা থাকে।
লালমনি এক্সপ্রেসের ১৪টি ইরানি কোচে ৬৭২ যাত্রীর আসন থাকলেও ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে তিনগুণ যাত্রী ট্রেনে ওঠায় লোড নিতে ব্যর্থ হচ্ছে এ কোচ। বর্তমানে এ ট্রেনে যাত্রীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যাচ্ছে।
ফলে লোড নিতে ব্যর্থ এ ইরানি কোচটিকে ড্যামেজ ঘোষণা করে মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হয়েছে। বিকল্প হিসেবে পুরাতন কোচ নিয়ে আবারো জোড়া তালি দিয়ে যাত্রা শুরু করলো লালমনি এক্সপ্রেস।
সহকারী যন্ত্র প্রকৌশলী রবিউল ইসলাম আরো জানান, এটি দ্রুত মেরামত করতে সৈয়দপুর থেকে কারিগর আনা হচ্ছে। তারা এলে মেরামত কাজ শুরু হবে। ঈদের ফিরতি যাত্রায় ইরানি কোচ আবারো সংযোজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলা নিউজ