নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। প্রতি কার্ডে ১০ কেজি করে চাল দেয়ার কথা নির্দেশ থাকলেও ওজনে সাড়ে ৯ কেজি করে বিতরণ করা হচ্ছে।
ওজনে আধা কেজি চাল কম দেয়ার বিষয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান/সচিবদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে নির্দেশনা মোতাবেক চাল বিতরণ করা হয়ে থাকে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, খাদ্য গুদাম থেকে সরবরাহ নেয়ার পর ইউনিয়ন পরিষদের গুদামে নেয়ার পরে বিতরণের সময় কিছুটা ঘাটতি হয়। ফলে ঘাটতি পুরণের জন্যই কিছু চাল ওজনে কম দিতে হয়।
এদিকে শিবগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা রিয়াজুল হকের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, বরাদ্দকৃত চাল নিয়মনীতি অনুসারে স্কেলে বস্তা মেপে বুঝিয়ে নেয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব। এখানে কোন ধরণের কম দেয়ার প্রশ্নই উঠে না। বিভিন্ন ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন- ইউনিয়ন পরিষদ থেকে আধা কেজি চাল কম পেয়েছেন।