নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষ্যে ইউনিয়নের ২০৯৫ জন দুস্থ ও গরীবের মাঝে ভিজিএফের চাল দেয়া হবে বলে জানান পরিষদ সচিব মো. সেরাজুল ইসলাম। তিনি জানান, ইউনিয়নকে দু’টি ভাগ করে এ চাল দেয়া হচ্ছে। আজ পরিষদের নতুন ভবনে (বাগচর) ৫ টি ওয়ার্ডে আলাদাভাবে চাল দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১২জুন) পুরাতন পরিষদ ভবনে ( কালিনগর) ৪ টি ওয়ার্ডে চাল দেয়া হবে।
এসময় চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনারুল ইসলাম, রেজাউল করিম দুখু, মহিলা সদস্য শায়েরা খাতুনসহ ইউনিয়নের সকল সদস্য।