আভা ডেস্ক : রাশিয়ার বিশ্বকাপে বেশির ভাগ দর্শকের পছন্দের দল বাদ পড়েছে। তবুও ফুটবল উত্তেজনা কমেনি। বিশ্বকাপ ঘিরে উত্তেজনা শুধু রাশিয়ায় নয়, গোটা বিশ্বে চলছে ফুটবল উন্মাদনা।
রাশিয়ায় বিশ্বকাপ চলছে দেশে দেশে ফুটবলারদের নিয়মিত খেলা চলছে। তেমনই একটি ফুটবল ম্যাচ চলছে কলকাতার কামারহাটি এলাকায়।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই ম্যাচে স্থানীয় খেলোয়াড়রা ছাড়াও অনেক নামিদামি খেলোয়াড়রা অংশ নেয়। কিন্তু খেলার মাঝেই বিষাদ নেমে আসে পুরো এলাকায়।স্থানীয় উদীয়মান ফুটবলার সাগর দাস। মাত্র ১৭ বছর বয়সে ফুটবলে সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু মঙ্গলবার ছিল তার বিপদের দিন।
খেলার মাঝে প্রথম গোলটি করেন সাগর দাস। সাগরের গোল নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে। কিন্তু নিজের গোলের সেই আনন্দ উপভোগ করতে পারেনি সাগর। গোল দিয়েই মাঠের মধ্যে পড়ে যায় সে।
সঙ্গে সঙ্গে তাকে কামারহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার তার মৃত্যু হয়। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
যুগান্তর
এই রকম আরও খবর
-
১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩২ পূর্বাহ্ন
ভালবাসা দিবস উপলক্ষে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান।
-
২৩ জুলাই, ২০১৯, ৫:৫৩ অপরাহ্ন
শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের পথে বাংলাদেশ।
-
৬ জানুয়ারি, ২০২০, ১০:০৮ অপরাহ্ন
দশ বছরে তিন ফরম্যাটে বাংলাদেশি সেরা ব্যাটসম্যান যারা ।
-
১৪ ডিসেম্বর, ২০১৯, ১:৪২ অপরাহ্ন
একই ওভারে বিশাল ওয়াইড ও নো বল করে আলোচনায় সিলেট থান্ডারের ক্যারিবীয় পেসার ক্রিসমার সান্তোকি ।
-
১৪ ডিসেম্বর, ২০১৯, ১:২৪ অপরাহ্ন
সাবেক চেলসি তারকা হার্নান ক্রেসপো বলেন,আমাদের স্বপ্ন আগামী বিশ্বকাপ জিতবেন মেসি।
-
২৩ জুন, ২০১৯, ৫:০৩ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার কাছে ভয় বলতে আমির।