নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শীর্ষ কিশোর গ্যাং নেতা মেহেদী হাসানকে আটক করেছে র্যাব-৫। সে গত ৪ অক্টোবর ১৪ বছরের স্কুলছাত্রী লাবনী খাতুনকে অপহরণ করে। ঘটনার পরে র্যাব-৫ এর চৌকস অভিযানিক টিম মাঠে কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় গতকাল ৬ অক্টোবর রাত্রী সাড়ে ১০ টার দিকে মেহেদিকে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেন র্যাব।
র্যাব-৫ জানায়, রাজশাহী গোদাগাড়ী উপজেলার শীর্ষ কিশোর গ্যাং নেতা অপহরণকারী মেহেদী হাসান (২৫) অপহৃত স্কুলছাত্রীসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
গত ০৬ অক্টোবর রাত্রী সাড়ে ১০ টার সময় গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় র্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভিকটিমকে উদ্ধার ও মেহেদীকে আটক করেন।
গ্রেফতারকৃত মেহেদী হাসান গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার গড়ের মাঠ গ্রামের মৃত এনামুল হকের মেয়ে লাবনী খাতুন (১৪)কে প্রাইভেটে যাতায়াত এর সময় মেহেদী হাসান বিভিন্ন সময় প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম এতে সাড়া না দিলে গত ০৪ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে মহিশালবাড়ী পুরাতন জেনারেল হাসপাতালের সামনে ভিকটিম প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার সময় আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে মেহেদীসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়।
ঘটনার পরবর্তী সময় গোদাগাড়ী থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য, এই মেহেদী একজন কিশোর গ্যাং সন্ত্রাসী। এর আগে ওই কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ইটভাঁটায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। অপহৃত স্কুলছাত্রীর আগে অপহরণ ও নির্যাতনের শিকার ঐ ছাত্রের চাচাতো বোন।