গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আইন শৃংখলা, সন্ত্রাস-নাশকতা, মাদক, যৌতুক নিরোধ, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শিমুল আকতারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভার উপদেষ্টা মো. ইসহাক।
সভায় উপস্থিত সদস্যরা বক্তৃতায় বর্তমান সরকারের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অভিযান সত্যিই প্রশংসনীও ও সফলাত অর্জন করেছে। এই ধরনের অভিযান যাতে অব্যহত থাকে তার জন্য জোর দাবি জানান তারা।
গোদাগাড়ী উপজেলা মাদক অধ্যুষিত হওয়াতে আইন শৃংখলাবাহীনির বিশেষ তৎপরতা রয়েছে। পুলিশ ও র্যাবের অভিযানের ফলে বড় বড় মাদক সম্রাটরা গা ঢাকা দিয়ে পালিয়ে গেছে এবং যারা এলাকায় আছে তারা আত্নগোপনে আছে। আবার কেউ কেউ আটকও হয়েছে।
বক্তারা বলেন, আজ রবিবার দিবাগত রাতে উপজেলার চর কানাপাড়ার মাদক ব্যবসায়ী মতি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে এতেই বোঝা যায় গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান যথাযথ ভাবে হচ্ছে এবং এই অভিযান হওয়াতে গোদাগাড়ী থানা পুলিশকে অভিনন্দন জানিয়ে বলেন মাদকের সাথে কোন আপোষ নাই আমরা সবাই এটার প্রতিরোধ চাই।
এছাড়াও সভায় চুরির প্রবণতা বেড়ে যাওয়া, ডাকতির চেষ্টাসহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শামসুল কবির, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যন মো. রুহুল আমিন, পৌর আওয়ামীলীঘ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. আব্দুল বাতেন, বিজিবি প্রতিনিধি, পৌর আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ সুধিজন।