নিজস্ব প্রতিবেদক :-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন এলাকায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মুরশালিন পিয়াসের নির্মানাধীন দুইতলা ভবনের বাথরুমের ভেতর থেকে লাশটি উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত কিশোরী সন্ধ্যা রাণীর সৎ ভাই চেতনানাশক ঔষধের মাধ্যমে অচেতন করে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। কিশোরীর সৎ ভায়ের বউয়ের সাথে ঝগড়ার রেশ ধরে হত্যার পরিকল্পনা করেন স্বামী শ্রী ফুলবাবু রবিদাস ওরফে বাবু।
সন্ধ্যা রাণী(২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার শ্রী হরীলালের মেয়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।
বুধবার (২৭ শে মার্চ) সকাল ৯ টার সময় লাশটি উদ্ধার করা হয়। থানা পুলিশ ভিকটিমের সুরতহাল প্রস্তুতের সময় পেট এবং গলায় ছুরিকাঘাতের চিহ্ন সনাক্ত করে।এছাড়াও পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সুত্র ধরে ঘটনার ক্লু উদ্ধার করে। সেই সুত্রে হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সৎ ভাই শ্রী ফুলবাবু রবিদাস ওরফে বাবু (২২) সহ সহযোগী আহম্মেদ পলক(১৯) কে গ্রেফতার করে গোদাগাড়ী থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং আসামীর দেখানো মতে একটি হত্যাকান্ডে ব্যবহুত একটি ছুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।