রাজধানীর গুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট মাস খানেকের মধ্যে দেওয়া হবে। বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় এ কারণে একটু সময় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার মহাখালী বাস টার্মিনালের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে কমিশনার আরো বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণূ মামলা। তাড়াহুড়ো করে একটা জিনিস নষ্টও হতে পারে। একটু সময় নিয়ে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে। ওই হামলায় অংশ নেওয়া অপরাধীদের শাস্তি হবে এটাই চায় মানুষ। সেক্ষেত্রে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’
সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘তদন্তে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য সহযোগিতা পাওয়া গেছে। তদন্তের এখন খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তেই সব অপরাধী বেরিয়ে আসবে।’
রাইজিংবিডি