নিজস্ব প্রতিবদেক:
গরু চোর আর মালিকের লুকোচুরি। তখন রাত সাড়ে তিনটা হবে। নাটোরের বাগাতিপাড়া মালিগাছা এলাকা। দু’জন চোরের উপস্থিতি। গরুর মালিক বলে আপনারা কারা এতো রাতে এখানে। চোর তেমন উত্তর না দিয়ে চলে যায়।
এতে গরুর মালিক বাড়িতে ঢুকে যায়। কিছুক্ষণ পরে গরুর গোয়ালে গিয়ে দেখে। গরুর দড়ি খুলছে একজন। কে বলতেই হাসুয়ার দিয়ে কুপিয়ে জখম করে গরুর মালিক একই এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে মনিরুলকে (৩৫)।
পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গরু চোর নাটোরের মাড়িয়া এলাকার মৃত খোকন পাদোর ছেলে মনি দাশকে (৫৫) আটক করে। এসময় মনিরুলের হাসুয়ার আখাতে মনি দাশ আহত হয়।
প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনিত হলে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপতালে ভর্তি করা হয়। এর মধ্যে রামেকের পাঁচ নম্বর ওয়ার্ডে গরু চোর মনি ও গরুর মালিক মনিরুল ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গরুর মালিক মনিরুল জানায়, গত কয়েক দিন আগে একই এলাকার একটি বাড়িতে গরুসহ বিভিন্ন জিসিপত্র চুরি হয়। এনিয়ে এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। তাই তারা রাত জেগে পাহারাই ছিলেন। চোরগুলো চুরির করার সময় তাকে হাসুয়া দিয়ে আঘাত করে। পরে তিনি আঘাত করেন।