আভা ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বেজে গেছে সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্লাব মৌসুম শুরু হওয়ার আগে এখন অখণ্ড অবসর। অনেকেই তাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পরাজয়ের দুঃখ ভুলে নতুন উদ্যমে ফেরার অপেক্ষায় আছেন তারা। যেমন রাশিয়া থেকে ফিরেই গ্রিসের কাস্তা নাভারিনো রিসোর্টে বান্ধবী ও মেয়ের সঙ্গে ছুটি কাটাতে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগিজ সুপারস্টার নাকি এবার রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো জুভেন্তাসের দিকে যাচ্ছেন। ফুটবল বিশ্ব এই খবর নিয়ে তোলপাড় চলছে। তবে রোনালদো নিজ মুখে এখনও এসব নিয়ে কিছু বলেননি। তিনি আপাতত বান্ধবী জর্জিনার সঙ্গে ছুটির মুডে। গ্রিসের সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যক্তিগত বিমানে রোনালদো গ্রিসে পৌঁছেছেন। তার পর নাভারিনো রিসোর্টে গিয়েছেন হেলিকপ্টারে করে। সেখানে পৌঁছনোমাত্র তিনি বান্ধবী ও ছেলেকে নিয়ে চলে গিয়েছেন বিচে। দিনের অনেকটা সময় রোনালদো টেনিস খেলছেন।
অন্যদিকে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি, ডি মারিয়া, মার্কোস রোজোরা হয়তো রাশিয়ার বেশিদিন স্মৃতি মনে রাখতে চাইবেন না। শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে হারের পর আর্জেন্টাইন তারকারা দেশে ফিরেছেন বেশ কিছুদিন হল। ক্লাবের মৌসুম শুরু হওয়ার আগে হাতে সময় থাকতে থাকতে রোজো, মারিয়ারা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেছেন।
মেক্সিকোতে বেড়ানোরর ফাঁকে দুই মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মার্কোস রোহো। এদিকে স্পেনের মাদ্রিদে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। পরিবার ও বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করলেন আর্জেন্টাইন তারকা। ফ্রান্সের বিপক্ষে অনবদ্য গোল করা ডি মারিয়াও বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর ছবি দিলেন ইনস্টাগ্রামে। কেবল মেসিরই কোনো খবর পাওয়া যায়নি!
কালের কণ্ঠ