ভোরের আভা ডেস্ক: কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে রোছমত আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ছয়গ্রাম এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র। মুঠোফোনে বিষয়টি বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে উপজেলার লড়িবাগ এলাকায় রাস্তার পাশে তিনি পুলিশ নিয়ে অবস্থান নেন। সেখানে মাদক ব্যবসায়ী রোছমত ও তাদের সহযোগিরা পৌঁছলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষায় ২৫ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে।
এ সময় মাদক ব্যবসায়ী রোছমত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই অভিযানের সময় তিনজন পুলিশ আহত হয়েছেন। তারা হলেন – এসআই মোয়াজ্জেম, এএসআই সহিদ ও কনষ্টেবল আল আমিন। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
ওসি আরও জানান, নিহত রোছমত আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে।
যুগান্তর