কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের মুর্শিদজাম বৌ বাজার এলাকার রাস্তার পাশে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুটন মিয়া (১৬) নামে এক কিশোর কৃতী ফুটবলারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত টুটন মিয়া ইউনিয়নের খান ঠাকুর দিঘীর পাড় গ্রামের ধনু মিয়ার বড় ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাজিল দলের কট্টর সমর্থক টুটন দুপুর ২টার দিকে একটি পাইপে পতাকা লাগিয়ে টানাতে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।